1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খুলনার দৌলতপুর বাজার কমিটির নির্বাচনে ১৭ পদে ৪০ প্রার্থী - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

খুলনার দৌলতপুর বাজার কমিটির নির্বাচনে ১৭ পদে ৪০ প্রার্থী

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
দৌলতপুর বাজার কমিটির নির্বাচনে

শত বছরের  ঐতিহ্যবাহী দৌলতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে নগরীর দৌলতপুর বাজার সহ আশেপাশের এলাকায়। সাজ সাজ রবে সেজেছে আশপাশের পুরো এলাকা।  বাজার ছেয়ে গেছে প্রার্থীদের রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্যানায়। বাদ যায়নি বাজারের পার্শ্ববর্তী সড়ক।  থানার মোড় থেকে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর ওভারব্রিজ থেকে মুহসিন মোড় পর্যন্ত ডিভাইডারের উপর, সড়কের দু’পাশে শোভা পাচ্ছে প্রার্থীদের বড় বড় প্যানা, ব্যানার, ফেস্টুন, পোস্টার।

পাশাপাশি প্রতিদিন বিকাল থেকে রাত অবধি বাজারের অলি গলি, সড়কের পাশ দিয়ে প্রার্থীর পক্ষে চলছে হ্যান্ড মাইকে প্রচারণা, প্রার্থীর ছবি ও মার্কা সম্বলিত লিফলেট বিতরণ। কোন কোন প্রার্থীর প্রতীকের ভিতর ভয়েজ ডিভাইস সেট করেও প্রচারণা করতে দেখা যায়।

নির্বাচনের বাকি মাত্র দু’ দিন। শেষ সময়ে প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এবং বাড়িতে গিয়েও ভোট প্রার্থনা করছেন। নির্বাচিত হলে সুখে দুখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করেছেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে।
বর্তমান কমিটির নেতৃবৃন্দরা বাজারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় তাদেরকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি নতুন প্রার্থীরাও বাজারের উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।

এবারের  নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ৭ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি সোমবার  সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত  বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। বাজারের মাছ পট্টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫১৫ জন।  গুরুত্বপূর্ণ দু’টি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী ৬ জন। সভাপতি পদে তিনজন প্রার্থী হচ্ছেন বর্তমান সভাপতি শেখ কামাল হোসেন, সাবেক  সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ আসলাম ও শেখ কামাল হোসেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নোঃ নান্নু মোড়ল সহ তিন জন প্রার্থী বাকি দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন এম এম জসিম ও আসাদ বন্দ।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশাররফ হোসেন  বলেন, খুলনা জেলার  মধ্যে  শত বছরের ঐতিহ্যবাহী দৌলতপুর বাজারে তিন বছর পর পর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। আগমাী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, ত্রুটিহীন এবং বাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার স্বাধীন ভাবে প্রয়োগ করে তাদের মনোনীত প্রার্থীকে বেছে নিতে পারে। সবকিছু ঠিক‌ থাকলে ইনশাআল্লাহ সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

বাজারের ব্যবসায়ীদের দাবি এবং প্রত্যাশা নির্বাচনের পূর্বে প্রার্থীরা যেমনিভাবে তাদের খোঁজখবর নিচ্ছেন নির্বাচিত হওয়ার পরও যেন এ ধারা অব্যাহত থাকে।

বাজারের ক্ষুদ্র থেকে মাঝারি সকল  ব্যবসায়ীদের দাবি  নির্বাচনের সময় প্রার্থীরা আমাদের যে ভাবে খোঁজখবর নিচ্ছেন আন্তরিকভাবে নির্বাচনে পরও যেন এই ধারা অব্যাহত থাকে। পাশাপাশি বাজারের দোকানদারদের নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ডাকাতি  রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট