1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে গণমাধ্যম খাতে ব্যাপক সংস্কারের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

প্রস্তাবিত সংস্কার বিষয়সমূহ: ১. ওয়ান হাউস, ওয়ান মিডিয়া নীতি: এক ব্যক্তি একাধিক পত্রিকা বা টিভি চ্যানেলের মালিক হতে পারবেন না। তাকে যেকোনো একটি গণমাধ্যম বেছে নিতে হবে। 2. বড় মিডিয়া পাবলিক লিস্টেড কোম্পানি: বড় গণমাধ্যমগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানিতে পরিণত করার সুপারিশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষও শেয়ারহোল্ডার হতে পারেন। 3. বাংলাদেশ টেলিভিশন ও বেতারের স্বায়ত্তশাসন: বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে স্বাধীনভাবে পরিচালনার জন্য দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে। 4. গণমাধ্যমের মালিকানা স্বচ্ছতা: কালো টাকা এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। 5. সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো: বিসিএস ক্যাডারদের এন্ট্রি লেভেলের ৯ম গ্রেডের সমপরিমাণ বেতন সাংবাদিকদের জন্য নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ঢাকায় কর্মরত সাংবাদিকদের জন্য ‘ঢাকা ভাতা’ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 6. সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ: সাংবাদিকতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শিক্ষানবিশ হিসেবে এক বছর কাজ করার পর স্থায়ী পদে প্রমোশনের বিধান রাখার সুপারিশ করা হয়েছে।

গণমাধ্যম সংস্কার কমিশনের গঠন ২০২৪ সালের ১৮ নভেম্বর সরকার জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক গীতিআরা নাসরীন (ঢাকা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), শামসুল হক জাহিদ (সম্পাদক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি, আখতার হোসেন খান (সচিব, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- নোয়াব), সৈয়দ আবদাল আহমেদ (জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক), ফাহিম আহমেদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, যমুনা টেলিভিশন), জিমি আমির (মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক), মোস্তফা সবুজ (বগুড়া প্রতিনিধি, ডেইলি স্টার), টিটু দত্ত গুপ্ত (ডেপুটি এডিটর, বিজনেস স্ট্যান্ডার্ড), আব্দুল্লাহ আল মামুন (শিক্ষার্থী প্রতিনিধি)।

গণমাধ্যমের স্বচ্ছতা ও মানোন্নয়নের লক্ষ্যে এই সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশের গণমাধ্যম খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট