1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

গল টেস্টে হেড ও খাজার ফিফটিতে শ্রীলঙ্কাকে চাপে ফেললেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
হেড ও খাজা

গল টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া দাপুটে শুরু করেছে। তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেড ওপেনিংয়ে নেমে দলের কৌশল অনুযায়ী শ্রীলঙ্কার বোলারদের চাপের মধ্যে ফেলেন। ৩৫ বলেই ফিফটি তুলে নিয়ে প্রথম সেশনে ৫৭ রান করে তিনি আউট হন। তাঁর এই ইনিংসে ৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে, যা অস্ট্রেলিয়ার জন্য শক্তিশালী শুরু নিশ্চিত করেছে।

হেড প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এবং আসিতা ফার্নান্দোরের প্রথম ওভারেই তিনটি চার মেরে ঝড়ো শুরু করেন। এরপর প্রভাত জয়াসুরিয়া এবং নিশান পেরিসের বলেও দাপটের সঙ্গে রান করেন। ১২তম ওভারেই হেড তার ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি তুলে নেন। তবে শুরুতে তাকে ফেরানোর সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ফার্নান্দোরের বলে এলবিডব্লু হয়েছিল, তবে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা রিভিউ না নেওয়ায় হেড বেঁচে যান।

এদিকে, ওপেনিংয়ে হেডের সঙ্গে ছিলেন উসমান খাজা। খাজা ৭১ বল খেলে ৫০ রান পূর্ণ করেন। তাদের ফিফটিতেই অস্ট্রেলিয়া লাঞ্চ বিরতি পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেটে ১৪৫ রান তুলে নেয়। খাজা অপরাজিত ছিলেন ৬৫ রানে, এবং অধিনায়ক স্মিথ অপরাজিত ছিলেন ২ রানে।

হেডের পর মারনাস লাবুশেন আউট হলেও স্মিথ-খাজা জীবন পেয়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডারদের কাছ থেকে। স্মিথ এই ইনিংসেই তাঁর টেস্ট ক্যারিয়ারে ১০ হাজার রান পূর্ণ করেন, এবং উইকেটে আসার পরেই মাইলফলক ছুঁয়েছেন।

অস্ট্রেলিয়া শুরুতেই শক্তিশালী অবস্থানে চলে এসেছে, এবং তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মধ্যে শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট