1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

গাজায় ফের ইসরায়েলি হামলা: দুই দিনে নিহত ৯২ ফিলিস্তিনি, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনায় হামাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে এক মা
ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার প্রয়াস—এক মা শিশুকে বুকে জড়িয়ে হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজছে

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় গত দুই দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯২ জন ফিলিস্তিনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।

সরকারি সূত্র অনুযায়ী, ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত বহু ভবনের ধ্বংসস্তূপে এখনও আটকে আছে ১০ হাজারের বেশি মরদেহ। উদ্ধারকর্মীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাব, ধ্বংস হয়ে যাওয়া রাস্তা এবং টানা হামলার কারণে মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সেবাও প্রায় অচল হয়ে পড়েছে।

এদিকে, চলমান সংকট নিরসনে মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের কাছে ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

এই প্রস্তাবে বলা হয়েছে, ১১ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হবে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবটি পর্যালোচনা করছে তারা। খুব শিগগিরই এ বিষয়ে সংগঠনের অবস্থান জানানো হবে বলে জানানো হয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়, তারা এখনো তাদের মূল দাবিতে অনড় রয়েছে, গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা, হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “ইসরায়েলকে শত্রুতা পুরোপুরি বন্ধ করতে হবে। এ দাবিকে সম্মান না করলে যুদ্ধবিরতির আলোচনার মানে হয় না।”

প্রস্তাবে প্রথমবারের মতো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানায় ইসরায়েল, যা আরও উত্তেজনার সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট