1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

গানের পাখি রুনা লায়লার ৭২তম জন্মদিন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
গানের পাখি রুনা লায়লার ৭২তম জন্মদিন

বাংলাদেশের সংগীতাঙ্গন থেকে শুরু করে বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেওয়া জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা আজ ৭২ বছরে পা দিয়েছেন। দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে দশ হাজারেরও বেশি গান দিয়ে কোটি কোটি শ্রোতা-দর্শককে মুগ্ধ করে চলেছেন তিনি।

আজ, ১৭ নভেম্বর, এ মহান শিল্পীর জন্মদিন। দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন রুনা লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন, “শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমাকে সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন আরও সুন্দর গান উপহার দিতে পারি।”

মাত্র ছয় বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশনার মাধ্যমে সংগীতজীবনের সূচনা করেন রুনা লায়লা। এরপর থেকে সংগীতের জগতে তার প্রতিভার আলো ছড়িয়ে পড়ে। অডিও এবং চলচ্চিত্রের জন্য বিভিন্ন ভাষায় গাওয়া তার দশ হাজারেরও বেশি গান তাকে উপমহাদেশের অন্যতম সেরা শিল্পী হিসেবে পরিচিত করেছে।

রুনা লায়লা শুধু একজন শিল্পীই নন, একজন সফল সুরকারও। তার সুরে গেয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামি, আঁখি আলমগীরসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন সুরকার হিসেবে।

গানের প্রতি আজও ভালোবাসা অটুট থাকলেও রুনা লায়লা বর্তমানে সুর করা নিয়ে বেশি আগ্রহী। নিজের সুরে বিভিন্ন শিল্পীর জন্য গান তৈরির পাশাপাশি তিনি অন্যের সুরে গান গাওয়ার পরিকল্পনা করছেন। এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারের জন্য দুটি গান করেছেন। সামনে আরও নতুন কাজের পরিকল্পনা রয়েছে তার।

সংগীতের নতুন প্রজন্মের শিল্পীদের সবসময় সহযোগিতা করেন রুনা লায়লা। তরুণ শিল্পীদের উৎসাহ দিয়ে তিনি তাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে চান। তিনি বলেন, “তরুণদের উৎসাহ দিতে হবে। ওরা বড় হবে, ভবিষ্যতে ওরাই আমাদের সংগীতের প্রতিনিধিত্ব করবে।” রুনা লায়লা শুধু গানে নয়, অভিনয়েও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

রুনা লায়লা এবং তার স্বামী আলমগীর দেশের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। শিল্পী হিসেবে তার পথচলা অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। ৭২ বছরে পদার্পণ উপলক্ষে রুনা লায়লা বলেছেন, “মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আমি সবার প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এ পর্যন্ত এনেছেন।”

তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সংগীতপ্রেমী পুরো বিশ্ব। রুনা লায়লার জীবনগাথা বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট