আগামী তিন দিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা বজায় থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সূর্য ওঠার পর কুয়াশা কেটে যাবে।
ঘন কুয়াশার কারণে কিছু ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় প্লেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। অভ্যন্তরীণ নদী পরিবহন সাময়িকভাবে বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার ফলে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেছেন, “কুয়াশা থাকলেও সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। সোমবারের তুলনায় মঙ্গলবার শীত কিছুটা কম অনুভূত হতে পারে।”
সোমবার হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ তুলনামূলক বেশি ছিল। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার কারণে শীতের তীব্রতা কমতে পারে।
ঘন কুয়াশার কারণে সৃষ্ট সমস্যাগুলি এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে, যাত্রীবাহী যানবাহন ও নৌযান চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।