দেশজুড়ে চলছে ঘন কুয়াশার তীব্রতা। আজ শুক্রবার (৫ জানুয়ারি) ছুটির দিনে রাজধানী ঢাকার আকাশ কুয়াশায় আচ্ছন্ন। গতকাল বৃহস্পতিবারের মতো আজও সূর্যের দেখা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দিনই ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে। শীতের অনুভূতিও বেড়েছে। এর মধ্যে দেশের অন্তত ছয়টি স্থানে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।
রাজধানী ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের মতোই রয়েছে। তবে রোদ না ওঠায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রাজধানীতে সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আজও সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। তবে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।
ঘন কুয়াশার মধ্যে দেশের উত্তর জনপদসহ কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুষ্টিয়ায় ৯ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ৮ এবং নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই ঘন কুয়াশাকে পরিচালন কুয়াশা বলা হয়। ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু হওয়া এক দীর্ঘ কুয়াশার চাদর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। গত বছরের জানুয়ারিতেও দেশে প্রায় দুই সপ্তাহ ধরে এ ধরনের কুয়াশা পড়েছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
ঘন কুয়াশার কারণে বিভিন্ন মহাসড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরিবহন চালকরা দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
ঘন কুয়াশার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন কুয়াশার এমন প্রভাব অব্যাহত থাকতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।