1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার ১০ আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখালেন আদালত

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে আজ বুধবার আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনজীবীর ভাই জানে আলমের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন চন্দন দাস, রুমিত দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস, নয়ন দাস, গগন দাস, দুর্লভ দাস, সুমিত দাস ও মনু দাস। এর মধ্যে চন্দন ও রাজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত সূত্র জানায়, চন্দন ও রাজীবের জবানবন্দি থেকে উঠে এসেছে হত্যার নৃশংস বিবরণ। তাঁরা উল্লেখ করেন, রিপন দাস আইনজীবী সাইফুল ইসলামের ঘাড়ে বঁটি দিয়ে দুটি কোপ দেন, চন্দন দাস কিরিচ দিয়ে কোপান, পরে লাঠি, বাটাম, ইট ও কিরিচ দিয়ে তাঁকে মারধর করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।

নিহত আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম ৩০ নভেম্বর ১১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের আরও ৫০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামিদের মধ্যে ৭০ জন আইনজীবীও রয়েছেন।

এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময়কার ভিডিও ফুটেজে চন্দন দাস ও রিপন দাসকে দেখা গেছে। চন্দনের পোশাক: ছাই রঙের হেলমেট, কমলা রঙের গেঞ্জি ও কালো প্যান্ট। হাতে ছিল কিরিচ। রিপনের পোশাক: লাল হেলমেট, নীল গেঞ্জি ও জিনস প্যান্ট। হাতে ছিল বঁটি।

এ ঘটনায় করা ছয় মামলায় মোট ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে হত্যায় সরাসরি জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট