“সুস্থ শরীর সুন্দর মন, বাড়বে শিশু গড়বে ভূবণ” শ্লোগান নিয়ে ঝিনাইদহে “চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শরীফা শাহজাদী। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ উম্মে রায়হান সিদ্দিকী এবং জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আলী রেজাসহ অন্যান্য অতিথিরা সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রযুক্তির অপব্যবহার এবং অভিভাবকদের উদাসীনতার কারণে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার শিশুদের আচরণগত সমস্যা এবং মানসিক চাপ বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিশুদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
আলোচনায় আরও বলা হয়, শিশুদের মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পুষ্টি, মানসিক সাপোর্ট এবং গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসে।
সভায় উপস্থিত অতিথিরা অভিভাবকদের পরামর্শ দেন, সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত পরিচর্যা এবং মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত। এ ধরনের আলোচনা সভা ও কার্যক্রম শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের এই উদ্যোগ প্রশংসিত হয় এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।