1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

চিটাগং কিংসের দুর্দান্ত জয়, ক্লার্কের ঝোড়ো সেঞ্চুরি ও ২০০ রানের ইনিংস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
ক্লার্ক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই চিটাগং কিংস নিজেদের আধিপত্য প্রমাণ করল। ২০০ রানের বিশাল স্কোর গড়ে খুলনা টাইগার্সকে ১৫৫ রানে আটকে রেখে জয় তুলে নেয় তারা।

চিটাগং কিংসের হয়ে ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক আজকের ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেন। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে ৫০ বলে ১০১ রান করেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল ২০২। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৭টি বাউন্ডারি। ক্লার্ক মাহফুজুর রহমানের এক ওভারেই নেন ২৭ রান। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেনের সঙ্গে ১২৮ রানের পার্টনারশিপ গড়েন ক্লার্ক।

ক্লার্ক আউট হওয়ার পর চিটাগংয়ের শেষ চার ওভারে রান তোলার গতি কিছুটা কমে যায়। তবুও, তাদের ইনিংস থামে ২০০ রানে। খুলনার বোলারদের মধ্যে সালমান ইরশাদ ও মোহাম্মদ নেওয়াজ প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।

ওভারপ্রতি ১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার শুরুটা ছিল হতাশাজনক। ৩.৩ ওভারে ৩০ রান তোলার সময় তারা হারায় ২টি উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৮ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে দলের অন্য ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রানেই থামে খুলনার ইনিংস।

চট্টগ্রামে বিপিএলের প্রথম দিনের খেলায় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তবে খুলনার ব্যাটিংয়ে প্রতিদ্বন্দ্বিতার অভাব দর্শকদের আগ্রহ কমিয়ে দেয়, এবং ম্যাচ শেষ হওয়ার আগেই অনেকেই গ্যালারি ছেড়ে চলে যান।

চিটাগং কিংস এই জয়ের মাধ্যমে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে। মিরপুরে প্রথম ম্যাচে খুলনার কাছে হারের পর থেকে টানা জয় পাচ্ছে তারা। বর্তমানে তারা ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, মিরপুর ও সিলেট পর্বের পর টানা চতুর্থ হার দেখল খুলনা টাইগার্স।

সাত ম্যাচে সাতটি জয় নিয়ে রংপুর রাইডার্স ১৪ পয়েন্টে শীর্ষে রয়েছে। চট্টগ্রামে কালকের ম্যাচে রংপুরের মুখোমুখি হবে চিটাগং কিংস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট