বুধবার, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচলা এলাকায় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টসে হামলা চালায়। হামলাকারীরা প্রধান ফটক ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে, গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র এবং যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় দুজন শ্রমিক আহত হয়েছেন, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পেছনে রয়েছে গতকাল (মঙ্গলবার) এক শ্রমিক বিক্ষোভ, যা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনুষ্ঠিত হয়। ওই সময় শ্রমিকরা এলাকায় চলমান ছিনতাইয়ের ঘটনা এবং এক শ্রমিকের আহত হওয়ার বিষয়ে প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করে। তেলিচালা, কামরাঙ্গাচলা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নেন এবং ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং আহত শ্রমিকের বিচার দাবি করেন। তবে, ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকরা ওই আন্দোলনে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এর ফলস্বরূপ, বহিরাগত শ্রমিকরা ওই সময় কারখানা ত্যাগ করেন।
আজ সকালে, এরই প্রতিক্রিয়া হিসেবে, তেলিরচালা এলাকার শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ, সেনাবাহিনী এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হামলার পর আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী মোহাম্মদ কামাল বলেন, “গতকাল বহিরাগত শ্রমিকদের প্রতিহত করতে গেলে আমাদের ওপরও হামলা হয়। এরপর তারা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
ইউনাইটেড ন্যাশনাল অফিসারের (ইউএনও) কাউসার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, এবং কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলার বিভিন্ন কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।