অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ যুব দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে যুব টাইগাররা। ম্যাচে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরি এবং বোলারদের নৈপুণ্য দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে দল। অধিনায়ক আজিজুল তামিম দলের পক্ষে করেন সর্বোচ্চ ১৩৩ বলে ১০৩ রান। তার এই ইনিংসে ছিল দৃঢ়তা ও ধৈর্যের মিশেল। তামিমের পাশাপাশি কালাম সিদ্দিকি ১১০ বলে ৬৬ রান করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। উজাইরুল্লাহ নিজাই ১৯ বলে মাত্র ৮ রান করে আউট হন। এরপর মাহবুব খান ও ফয়সাল খান মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪৫ রানের জুটি গড়েন তারা। তবে মাহবুব খান ৫৩ বলে ১৬ রান করে আউট হলে আফগান ইনিংসে আবার ধস নামে।
ফয়সাল খান এক প্রান্ত আগলে রেখে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন। তবে দলীয় ১১৬ রানে তিনি ৫৮ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। তার বিদায়ের পর আফগানিস্তানের উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। নাসির খান ৬০ বলে ৩৪ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু অন্য ব্যাটাররা সুবিধা করতে না পারায় ৪৭ ওভার ৫ বলে ১৮৩ রানে অলআউট হয় আফগানিস্তান।
বাংলাদেশি বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ অসাধারণ বোলিং করেন। তারা প্রত্যেকে ৩টি করে উইকেট শিকার করেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানের ব্যাটাররা বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।
এই জয়ে বাংলাদেশ দল ৪৫ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরি ও দলের সম্মিলিত প্রচেষ্টা টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল করেছে। সামনের ম্যাচগুলোতেও এমন ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার প্রত্যাশা করছে দল।