1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা

জামালপুরে এসএসসি পরীক্ষায় নকল: ১৪ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষক অব্যাহতির মুখে

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
জামালপুরে এসএসসি পরীক্ষায় নকল: ১৪ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষক অব্যাহতির মুখে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ভোকেশনাল শাখার ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

জানা যায়, কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষার সময় বই, চিরকুট এবং মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের উত্তর লিখছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্র পরিচালনা কমিটিকে জানানো হলে, ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্ব পালনকারী শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রশাসনিকভাবে কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছি। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আমরা কোনো ছাড় দেব না। আজকের ঘটনাও তারই অংশ।”

এই বহিষ্কারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা ও নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার প্রবণতা বাড়বে বলে আশা করছেন প্রশাসন ও অভিভাবক মহল। একই সঙ্গে শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, যারা দায়িত্বপ্রাপ্ত হয়েও এমন অনিয়ম ঠেকাতে ব্যর্থ হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট