1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়। গত ৫ আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছিলেন।
অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা এবং হাউস টিউটরদের উপস্থিতিতে গত সোম ও বুধবার দুটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, গত বছরের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর তারিখের স্মারক মোতাবেক ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ বহাল থাকবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং তা কঠোরভাবে অনুসরণ করা হবে।
একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৩৯-এর উপধারা (৫) অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অথবা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয় সবাইকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী মুঠোফোনে প্বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, ৯ আগস্টই চিঠির মাধ্যমে ওই সময়ের রেজিস্টার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ দিয়েছিলেন। পরে আবারও আমরা দুই দিন সবাইকে নিয়ে সভা করেছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই আদেশ আবারও আমরা সবাইকে কঠোরভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছি।’

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট