বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। আসন্ন সিরিজকে ঘিরে মঙ্গলবার (৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (ZC)। দলে ফিরেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ মুখ, আবার জায়গা পেয়েছেন এক নতুন মুখও।
সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ক্রেইগ এরভিন। ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন জিম্বাবুয়ের অন্যতম ব্যাটিং স্তম্ভ শন উইলিয়ামস, যার ফেরাটা দলের ব্যাটিং বিভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
দীর্ঘ দুই বছর পর স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজাওয়াও সিগা। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। একই সঙ্গে ফেরানো হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা-কে। অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে দলে নিজের জায়গা ধরে রেখেছেন।
দলের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হলেন লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা, যিনি এবারই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে দলে ইতিবাচক আলোচনাও শুরু হয়েছে।
জিম্বাবুয়ে টেস্ট দল (বাংলাদেশ সফর ২০২৫), ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
বাংলাদেশের বিপক্ষে এ সিরিজে জিম্বাবুয়ে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে। দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরছে দুই দেশের দ্বিপাক্ষিক লড়াই, যা ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের এক উপলক্ষ হতে যাচ্ছে।