1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালের চেষ্টা: মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালের চেষ্টা: মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া বানচাল করতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের।”

এর আগে, বুধবার (২ এপ্রিল) তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় পলাতক শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।

গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর জানান, ৫ আগস্ট চাঁনখারপুলে পাঁচজনকে গুলিতে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। ঈদের পর ট্রাইব্যুনালে ওই প্রতিবেদন দাখিল করা হবে।

জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালের পেছনে কারা কাজ করছে এবং কীভাবে অর্থ বিনিয়োগ করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। ট্রাইব্যুনাল যথাযথ বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট