1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত দায়িত্বে অবহেলা করলেই এসিল্যান্ড পদায়ন নীতিমালা ২০২৫ রেমিটেন্সে শীর্ষে আমেরিকা, প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড কি পেলাম, আমড়া? ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে জনতার ঢল কাহারোলে ইউএনও আমিনুলের বিদায় ও মোকলেদা খাতুন মীমের যোগদান চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহে আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পবিত্র কোরআন থেকে ক্বিরাত পাঠ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২১ রমজান কালীগঞ্জ পৌরসভাধীন চাপালি প্রামবাসি আয়োজিত এ প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে ৯ জন হাফেজ অংশ নেন। এরমধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়। বিজয়ী প্রথম সাইফ রহমান ১০ হাজার টাকা, দ্বিতীয় ফাহিম হাসান ৬ হাজার টাকা এবং তৃতীয় কুতুব উদ্দীনকে ৪ হাজার টাকা পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। বাকি ৬ প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।

রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার ৬৮ জন হাফেজের অংশগ্রহনে প্রথম পর্ব শুরু হয়। ৪ পর্বে শুদ্ধ কোরআন তেলওয়াত করে চুড়ান্ত পর্বে উঠে আসে ৯ জন প্রতিযোগী। মাসব্যাপী ক্বিরাত পাঠের চুড়ান্ত পর্বে উঠে আসা প্রতিযোগীরা হলেন বলিদাপাড়া কাওমী মাদ্রাসা থেকে সাঈফ রহমান, ফাহিম হাসান, কুতুব উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মুহাঃ মাহদী হাসান, রিফাত হাসান ও মোঃ হাবিবুল্লাহ, মাদরাসাতু মিনহাজিন নবওওয়াত থেকে হুজাইফা রহমান এবং বাইতুস সালাম হাফেজীয়া মাদরাসা থেকে আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে চাপালী জামে মসজিদের সহ-সভাপতি এসএম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান। মাসব্যাপী কোরআন তেলোওয়াত প্রতিযোগীতার অনুষ্ঠানে বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ কুরী মো. আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ মো. নুরে আলম হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট