ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসএ টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার দুপুরে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, আমিনুর রহমান টুকু, বিমল কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়াদ্দার, বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এসএ টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান।
বক্তারা এসএ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসএ টিভির জেলা প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।