ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে শুক্রবার সকালে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের ধাক্কায় মারা গেছেন ৬০ বছর বয়সী ভ্যানচালক লিয়াকত আলী। নিহত লিয়াকত আলী হরিশংকর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যান চালিয়ে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন লিয়াকত আলী। পথিমধ্যে তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজ এলাকায় পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটা যাওয়ার পথে নিউ মর্ডান এক্সপ্রেস নামক একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক লিয়াকত আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার বিষয়ে জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।