1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ঝুঁকিপূর্ণ চনপাড়া-ডেমরা সেতু: যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

মেহেদী হাসান
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
চানপাড়া-ব্রিজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদের ওপর নির্মিত চনপাড়া-ডেমরা সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুর উভয় পাশে সতর্কীকরণ সাইনবোর্ড দিলেও যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এতে সেতু ধসে প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী।

সেতুর পিলার, রেলিং, ও বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। পিলার থেকে রড বের হয়ে গেছে, যা সেতুর স্থায়িত্বের জন্য বড় হুমকি। সেতুর পাশে বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে পিলারগুলো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারী যানবাহনের কারণে সেতুটি প্রায়ই কাঁপতে দেখা যায়, যা একে মরণ ফাঁদে পরিণত করেছে।

১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। তবে ২০০০ সালের দিকে সেতুতে ফাটল দেখা দেয়, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

২০১২ সালে সেতুর পিলার ও রেলিং ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পর থেকে সেতুর সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মীরপাড়ার বাসিন্দা ছালেহা আক্তার জানান, সেতুর ঝুঁকির কারণে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি যেতে ভয় পান। এছাড়া সেতুর পরিবর্তে ২০ কিলোমিটার ঘুরে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে রূপগঞ্জের বাসিন্দাদের।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, সেতুটি সম্পর্কে সড়ক ও সেতু মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি গোলাম ফারুক খোকন অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে নির্মিত সেতুটি বিগত ১৬ বছর ধরে সংস্কার করা হয়নি। এটি দ্রুত মেরামত বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।

চনপাড়া-ডেমরা সেতু রূপগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এ সেতু স্থানীয় জনগণের জীবনে ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত উদ্যোগ নিয়ে সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট