1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নে লিটন দাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নে লিটন দাস

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের হতাশা কাটিয়ে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। এমন জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শুরুটা বেশ ভালো হলেও মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে বড় স্কোর করতে ব্যর্থ হয় টাইগাররা। ব্যাট হাতে সবার চেয়ে বেশি অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত (৩৮ রান) ও অধিনায়ক লিটন দাস (৩২ রান)। শেষ দিকে শামীম হোসেনের কার্যকরী ইনিংস (১৯ বলে ২৪) দলের সংগ্রহ ১৪০-এর ঘর পার করায়।

বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে টাইগার পেসার ও স্পিনাররা। তবে শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের প্রতিরোধে ম্যাচটা হাতছাড়া হওয়ার উপক্রম হয়। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল উইন্ডিজের। তবে হাসান মাহমুদ স্নায়ুচাপ সামলে দুই উইকেট তুলে নিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, “আমরা এখানে আগেও খেলেছি (বিশ্বকাপে)। আমার মনে হয়েছে এটা ভালো ব্যাটিং উইকেট। (১৪৭ রান) স্কোরবোর্ডে ডিফেন্ড করার মতো পর্যাপ্ত রান ছিল, আমি বোলারদের তেমনটাই বলে দিয়েছিলাম।”

লিটন আরও বলেন, “আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলুক। এই মুহূর্তে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। এটা লম্বা সফর, আজকের ম্যাচ জেতা সবাইকে অনেক উৎসাহ যোগাবে। আমাদের আরও একটা ম্যাচ জিততে হবে এবং সেজন্য ভালো ক্রিকেট খেলতে হবে।”

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ম্যাচে এখন টাইগারদের নজর। ম্যাচটি জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চান লিটন। পুরো দলের মধ্যেও জয়ের ক্ষুধা দেখা গেছে।

বোলিংয়ে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং স্পিনার নাসুম আহমেদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতা ধরে রাখাই হবে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।

এই জয়ে টাইগার ভক্তদের প্রত্যাশা আবারও বেড়েছে। ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর এই জয় অনেকটা স্বস্তি এনে দিয়েছে সমর্থকদের। দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স দেখা গেলে টাইগাররা সিরিজ জয় নিশ্চিত করবে বলে বিশ্বাস করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। জায়গা বদলে এবার খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৪৭/৬ (২০ ওভার)
নাজমুল ৩৮ (৩১), লিটন ৩২ (২৮), শামীম ২৪ (১৯)
উইন্ডিজ: ১৪০/৯ (২০ ওভার)
হাসান মাহমুদ ৩/২১, শরিফুল ২/২৮, নাসুম ২/১৯

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট