1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
টেস্ট সিরিজের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

টেস্ট সিরিজের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
টেস্ট সিরিজের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতাই এই ভরাডুবির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, দলের বোলাররা চেষ্টা করেছেন ভালো পারফরম্যান্স করতে। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও ওয়েস্ট ইন্ডিজের একটি গুরুত্বপূর্ণ ১৪০ রানের জুটি আমাদের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। এই জুটিটাই টার্নিং পয়েন্ট ছিল।’

তবে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল স্পষ্ট। মিরাজ সরাসরি ব্যাটারদের দিকে আঙুল তুলে বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলারই অংশ। এমন ঘটনা ঘটে। তবে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ রয়েছে। পরের ম্যাচের আগে উন্নতির দিকে নজর দিতে হবে।’

মিরাজ আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। আমাদের আক্রমণে ভালো পেসার এবং স্পিনার রয়েছে। কিন্তু এই টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থ ছিল। পরের ম্যাচে কিভাবে ভালো করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে।’

এই পরাজয়ের পর দলের ব্যাটারদের নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের ব্যর্থতার কারণে দল বড় ব্যবধানে হেরেছে। প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে না পারা এবং দ্বিতীয় ইনিংসে বিপর্যয়করভাবে অলআউট হওয়া, দুই ক্ষেত্রেই ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট।

দুই ম্যাচের এই সিরিজের প্রথমটি হারলেও বাংলাদেশের হাতে এখনো সুযোগ আছে সিরিজে সমতা আনার। ব্যাটারদের নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে হবে এবং বোলারদের পারফরম্যান্স ধরে রাখার ওপর জোর দিতে হবে। অধিনায়ক মিরাজের বিশ্বাস, পরবর্তী ম্যাচে দল শক্তিশালী হয়ে ফিরে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট