1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

ট্রাম্প-পুতিন ও ইউক্রেনের জন্য কী বার্তা আনল আলাস্কা শীর্ষ বৈঠকে?

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
Oplus_131072

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় প্রায় তিন ঘণ্টার বৈঠকের পরও ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।

দুই নেতা যৌথ বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হন, তবে কোনো প্রশ্ন নেননি।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত এ শীর্ষ বৈঠকের তাৎপর্য কী এবং ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপ কী হতে পারে, সেটি বিশ্লেষণ করেছেন বিবিসির তিন সংবাদদাতা।
ট্রাম্প এত দূর ভ্রমণ করে এসে এ ধরনের অস্পষ্ট বার্তা দিয়ে ফিরলেন। তবে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের কাছে এটা স্বস্তির বিষয় যে তিনি একতরফাভাবে কোনো ছাড় দেননি বা ভবিষ্যৎ আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কোনো চুক্তি করেননি।

নিজেকে শান্তিদূত ও চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে ভালোবাসেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ আলাস্কা থেকে ফিরলেন তিনি না শান্তিদূত হয়ে, না চুক্তি করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ভবিষ্যতে আরেকটি সম্মেলনের কোনো ইঙ্গিতও নেই। পুতিন মস্কোতে পরবর্তী বৈঠকের কথা হালকাভাবে বললেও বিষয়টি অনিশ্চিত।
যদিও ইউক্রেন বা রাশিয়ার মতো ট্রাম্পের ঝুঁকি ততটা বড় ছিল না, তবু বৈঠকের আগেই মাত্র ২৫ শতাংশ ব্যর্থতার আশঙ্কা থাকবে বলে আশ্বাস দেওয়া প্রেসিডেন্টের জন্য এ ফল তাঁর ঘরোয়া ও বৈশ্বিক ভাবমূর্তিতে আঘাত হানল।

এর ওপর আরও বিব্রতকর ছিল সংবাদ সম্মেলনসদৃশ অনুষ্ঠানে পুতিনের দীর্ঘ বক্তব্যের সময় ট্রাম্পের নীরব দাঁড়িয়ে থাকা। সাধারণত ওভাল অফিসে বিদেশি নেতারা চুপচাপ থাকেন, আর প্রেসিডেন্ট কথা বলেন। ট্রাম্প–পুতিন বৈঠকের পর ঘটল এর উল্টোটা।

আলাস্কা যে একসময় ‘রুশ আমেরিকা’ ছিল, তা পুতিনের শিবির প্রায়ই স্মরণ করিয়ে দেয়। এ ঐতিহাসিক পটভূমিতেও পুতিন যেন এখানে ঘরের মানুষ হয়ে উঠেছিলেন। বিষয়টি আগামী দিনগুলোতে ট্রাম্পের মনে দাগ কাটতে পারে, বিশেষ করে যখন সংবাদমাধ্যম এ বৈঠককে ব্যর্থ বলে আখ্যা দেবে।

এখন বড় প্রশ্ন, যা সাংবাদিকেরা শুক্রবার জানতে পারেননি—ট্রাম্প কি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করবেন?

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘হয়তো দু–তিন সপ্তাহের মধ্যে’ বিবেচনা করবেন। কিন্তু রাশিয়া যুদ্ধবিরতির পথে না এলে ‘কঠিন পরিণতি’ হবে বলে আগের দেওয়া হুঁশিয়ারির পর এ ধরনের অস্পষ্ট জবাব নতুন প্রশ্নই বাড়াচ্ছে।
কখন সংবাদ সম্মেলন প্রকৃতপক্ষে সংবাদ সম্মেলন নয়? উত্তর হলো, যখন কোনো প্রশ্ন নেওয়া হয় না।

পুতিন ও ট্রাম্প যৌথ বিবৃতি পড়েই মঞ্চ ছাড়লেন সাংবাদিকদের প্রশ্নের সুযোগ না দিয়েই।

রুশ প্রতিনিধিদলও কোনো জবাব না দিয়ে দ্রুত বেরিয়ে গেল। এতে স্পষ্ট হলো, ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার অবস্থান এখনো ভিন্ন।

ট্রাম্প বারবার রাশিয়ার যুদ্ধবিরতির পক্ষে চাপ দিয়েছেন। পুতিন সেটি মানেননি। দিনের শুরুতে অবশ্য ভিন্ন আবহ ছিল। ট্রাম্প পুতিনকে সম্মানিত অতিথি হিসেবে লালগালিচা সংবর্ধনা দেন।

ফলে রুশ প্রেসিডেন্ট পেলেন বৈশ্বিক কূটনীতির মঞ্চে আলোকিত হওয়ার সুযোগ—বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের নেতার পাশে দাঁড়িয়ে।

কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে? তিনি এখনো পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারেননি। আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের হুমকি দিয়েছিলেন। এর মধ্যে ছিল যুদ্ধবিরতিতে পৌঁছানোর চূড়ান্ত সময়সীমা, শর্ত আর নতুন নিষেধাজ্ঞার অঙ্গীকার।

কিন্তু সেগুলো এখনো কার্যকর হয়নি। ট্রাম্প কি এবার ওই হুমকি বাস্তবে রূপ দেবেন?

ইউক্রেনে স্বস্তির নিশ্বাস, তবু অজানা আশঙ্কাঃ
অ্যাঙ্কোরেজে যা ঘটল, তা অনেকের কাছে হতাশাজনক মনে হলেও কিয়েভে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। কারণ, এমন কোনো সমঝোতা হয়নি যাতে ইউক্রেনের ভূখণ্ড খোয়ানোর ঝুঁকি থাকত।

ইউক্রেনীয়রা জানেন, অতীতে রাশিয়ার সঙ্গে যত বড় চুক্তিই হোক না কেন, সেগুলো ভেঙে পড়েছে। তাই এখানেও যদি কোনো সমঝোতা হতো, তাঁরা সন্দিহানই থাকতেন।
তবে ইউক্রেনীয়দের আতঙ্ক বেড়েছে পুতিনের বক্তব্যে। সংবাদমাধ্যমের সামনে তিনি আবারও বললেন, সংঘাতের ‘মূল কারণ’ দূর না হলে স্থায়ী শান্তি আসবে না।

ক্রেমলিনের ভাষায় এ বক্তব্যের অর্থ দাঁড়ায়, রাশিয়া এখনো তার আগের লক্ষ্যেই অটল। আর তা হলো ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভেঙে দেওয়া। তিন বছর ছয় মাস ধরে পশ্চিমাদের নানা উদ্যোগও পুতিনের মন পরিবর্তন করাতে পারেনি। আলাস্কার বৈঠকেও সে অবস্থান বদলায়নি।

শীর্ষ বৈঠক শেষ হলো। এখন কী হবে—এ অনিশ্চয়তাও উদ্বেগ বাড়াচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলা কি চলতেই থাকবে?

কয়েক মাস ধরে পশ্চিমারা রাশিয়াকে যুদ্ধ বন্ধে সময়সীমা বেঁধে দিলেও সেই সীমা কেটে গেছে কোনো ফলাফল ছাড়াই। দেওয়া হুঁশিয়ারিগুলোও কার্যকর হয়নি। ইউক্রেনীয়দের কাছে এটি যেন পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার আমন্ত্রণের মতো। আর অ্যাঙ্কোরেজ বৈঠকের পর স্পষ্ট অগ্রগতির অভাবও তাঁরা একইভাবে দেখছেন।

 

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট