1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
"স্বতন্ত্র ডিগ্রির দাবিতে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিচ্ছেন নার্সিং শিক্ষার্থীরা।
"স্বতন্ত্র ডিগ্রির দাবিতে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিচ্ছেন নার্সিং শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তৃতা দেন সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার, সভাপতি জুয়েল মণ্ডল, সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাস, সহ আরও অনেক নেতা-কর্মী।

বক্তারা বলেন, “বর্তমানে ডিপ্লোমা নার্সদের পেশাগত স্বীকৃতি না থাকায় চাকরি, উচ্চশিক্ষা ও বিদেশে চাকরির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এটি নার্সদের মনোবল ও পেশাদারিত্বে বড় বাধা।”

তারা আরও বলেন, ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং নার্সদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট