রাজধানীর ডেমরায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান থেমে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে একজন চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম হৃদয় হোসেন (৩০)। তিনি নরসিংদীর বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন থেমে থাকা কাভার্ড ভ্যানের চালকের সহকারী মো. শারফিন (৬০) এবং দ্রুতগামী কাভার্ড ভ্যানের দুই সহকারী নাজমুল (৪৫) ও বাবু (২৩)।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, থেমে থাকা কাভার্ড ভ্যানটি তেল শেষ হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে পিছন থেকে আসা দ্রুতগামী আরেকটি কাভার্ড ভ্যান থেমে থাকা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, হৃদয় হোসেনের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই শীতল কুমার বলেন, দুর্ঘটনার পেছনে কুয়াশা ও দ্রুতগতি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনা ডেমরা এলাকার সড়ক নিরাপত্তা এবং যানবাহনের দ্রুতগতির কারণে সৃষ্ট ঝুঁকির প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ।