1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

রাজধানীর ডেমরায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান থেমে থাকা আরেকটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে একজন চালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম হৃদয় হোসেন (৩০)। তিনি নরসিংদীর বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন থেমে থাকা কাভার্ড ভ্যানের চালকের সহকারী মো. শারফিন (৬০) এবং দ্রুতগামী কাভার্ড ভ্যানের দুই সহকারী নাজমুল (৪৫) ও বাবু (২৩)।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, থেমে থাকা কাভার্ড ভ্যানটি তেল শেষ হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে পিছন থেকে আসা দ্রুতগামী আরেকটি কাভার্ড ভ্যান থেমে থাকা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, হৃদয় হোসেনের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই শীতল কুমার বলেন, দুর্ঘটনার পেছনে কুয়াশা ও দ্রুতগতি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনা ডেমরা এলাকার সড়ক নিরাপত্তা এবং যানবাহনের দ্রুতগতির কারণে সৃষ্ট ঝুঁকির প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট