1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় প্রাইভেট কারে থাকা নারীর মৃত্যু - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় প্রাইভেট কারে থাকা নারীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজার অদূরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যানের ধাক্কায় একটি প্রাইভেটকারের নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, সোমবার ভোর ৬টার দিকে ঢাকামুখী লেনে পণ্যবাহী পিকআপ ভ্যানটি একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের আরোহী এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহও স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশার প্রভাব শুধু আজকের ঘটনাতেই সীমাবদ্ধ নয়। রোববার ভোরেও একাধিক দুর্ঘটনায় প্রাণ হারান এক প্রাইভেটকার চালক এবং আহত হন অন্তত ১০ জন। বিশেষজ্ঞরা বলছেন, এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে গাড়িচালকরা দিকনির্দেশনা হারিয়ে ফেলছেন, যা এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শীত মৌসুমে ঘন কুয়াশার সময় এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ফগ লাইট ব্যবহারের পাশাপাশি, সীমিত গতি বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঘন কুয়াশার সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকায় পর্যাপ্ত নির্দেশনা চিহ্ন ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এর নিরাপত্তা নিশ্চিত করা জনসাধারণের নিরাপদ যাতায়াতের জন্য অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট