1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

তাহসানের বিয়ের খবরে ভক্তদের উচ্ছ্বাস, নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
তাহসানের-নতুন-জীবনসঙ্গী-রোজা-আহমেদ!
তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ।

বছরের শুরুতেই সুসংবাদ দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নিজের বিয়ের খবরটি বেশ গোপন রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের আর কৌতূহলে না রেখে আনুষ্ঠানিকভাবে জানালেন নতুন জীবনের গল্প।

শুক্রবার রাতে ফেসবুকে তাহসান ও রোজা আহমেদের একটি ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে মনে হচ্ছিল, এটি তাঁদের গায়েহলুদের ছবি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিয়ে করলেন তাহসান? অনেকে অভিনন্দন জানাতেও শুরু করেন।

শুক্রবার মধ্যরাতে তাহসানের হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে প্রথম আলোর একজন প্রতিবেদক জানতে চান ছবিটির সত্যতা। তাহসান তখন সোজাসাপ্টা উত্তর দেন, ‘আগামীকাল জানাচ্ছি।’

এরপর শনিবার সকালে তাঁকে ফোন করা হলে তাহসান বলেন, ‘অভিনন্দন জানাতে পারেন।’ তবে তিনি তখনো পুরোপুরি স্পষ্ট করেননি যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কিনা।

অবশেষে ব্যস্ততার ফাঁকে সন্ধ্যায় কথা বললেন তিনি। জানালেন, শুক্রবার তাঁদের গায়েহলুদ সম্পন্ন হয়েছে এবং শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাহসান বলেন, ‘আমরা চেয়েছি শুভ কাজটি সেরে সবার সঙ্গে আনন্দটি ভাগাভাগি করতে। আপনাদের দোয়া চাই, যেন আমরা একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ রয়েছে। তিনি মূলত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত।

তাহসানের সঙ্গে রোজার পরিচয় বেশ আগেই। সম্পর্কের পরিণতি বিয়েতে গড়িয়েছে। রোজা বর্তমানে নিউইয়র্কে থাকলেও দেশেও কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। জানুয়ারিতে দেশে এসে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের মাস্টার ক্লাস পরিচালনা করবেন।

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাহসান। ছবির ক্যাপশন ছিল একেবারে তাহসানের মতোই রোমান্টিক:
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে,
আমার সুরে নাচের মুদ্রায়,
সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন,
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
সেই তুমি কে?’

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে সাড়ে ৫ লাখের বেশি প্রতিক্রিয়া এবং ৮৫ হাজারের বেশি মন্তব্যে ভরে যায় সেই পোস্ট। ভক্তরা তাঁদের প্রিয় তারকার নতুন জীবনকে স্বাগত জানিয়ে শুভকামনা জানান।

বিয়ের পাশাপাশি তাহসানের পেশাগত ব্যস্ততাও চোখে পড়ার মতো। সম্প্রতি তিনি হলিউডে ‘ভুলে যাব’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন। আরও ১২টি নতুন গানের কাজ চলছে তাঁর। নিয়মিতই যুক্তরাষ্ট্রে যাতায়াত করছেন তাহসান। তবে বিয়ে এবং নতুন জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপাতত কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তাহসানের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ তাঁদের প্রিয় তারকার ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘ভালোবাসার মানুষ ফিরে পেয়েছেন তাহসান। আমাদের শুভকামনা রইল। নতুন জীবনের জন্য অভিনন্দন।’

অন্য একজন মন্তব্য করেন, ‘ভালোবাসা কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করে না। তাহসান ভাই যেটা করেছেন, সেটা নিঃসন্দেহে অনেক সাহসী ও ভালো একটি সিদ্ধান্ত। শুভকামনা জানাই।’

তাহসান ও রোজা আহমেদের এই নতুন পথচলা তাঁদের ভক্তদের জন্য একটি মিষ্টি চমক হিসেবে এসেছে। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তাহসান। তাঁর এই নতুন জীবনের জন্য অসংখ্য শুভকামনা রইল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট