1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা

নয়নতারার ভক্তদের কাছে অনুরোধ: ‘লেডি সুপারস্টার’ না বলে, আমাকে শুধু ‘নয়নতারায়’ ডাকুন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
নয়নতারা

দক্ষিণী সিনেমা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, নয়নতারাকে অনেকেই লেডি সুপারস্টার বলে সম্বোধন করেন। তবে, এই উপাধি নিয়ে অভিনেত্রীর কিছু আপত্তি রয়েছে। তিনি ভক্তদের কাছে তার প্রকৃত নাম, অর্থাৎ ‘নয়নতারায়’ ডাকতে অনুরোধ করেছেন। এই নামটিই তার কাছে সবচেয়ে প্রিয় এবং এর সঙ্গে তিনি গভীরভাবে সংযুক্ত।

মঙ্গলবার (৪ মার্চ) নয়নতারায় টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি লিখেছেন, “নির্দিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। তবে, কখনও কখনো এগুলো এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা একজন অভিনেতাকে তার কাজ থেকে আলাদা করে দেয় এবং দর্শকদের সঙ্গেও নিঃশর্ত বন্ধন তৈরি করতে দেয় না।”

অভিনেত্রী তার ভক্তদের উদ্দেশে আরও বলেন, “আপনারা যখন আমাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন, তা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি, কারণ এটি আপনার অপরিসীম স্নেহ থেকে উদ্ভূত। তবে, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে ‘নয়নতারায়’ বলে ডাকবেন। কারণ এই নামটি আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি কেবল একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও আমি কে, তা প্রতিনিধিত্ব করে।”

তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার প্রিয় ভক্ত, মিডিয়ার সম্মানিত সদস্য এবং সিনেমা জগতের সম্মানিত ব্যক্তিগণ, অভিনেত্রী হিসেবে আমার শুরু, সকল আনন্দ এবং সাফল্যের সমস্ত উৎস আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জীবন একটা খোলা বইয়ের মতো, যা সবসময় আপনাদের নিঃশর্ত ভালোবাসা এবং স্নেহে গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “সাফল্যের সময় আমার কাঁধ চাপড়ে দেওয়া অথবা কষ্টের সময় আমাকে শক্তি দিয়ে হাত বাড়িয়ে দেওয়া, আপনারা সবসময় আমার পাশে ছিলেন।”

বর্তমানে, নয়নতারার নতুন সিনেমা ‘টেস্ট’ খুব শীঘ্রই নেটফ্লিক্স-এ মুক্তি পাবে, যদিও এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া, তার আরও কয়েকটি আসন্ন সিনেমার মধ্যে রয়েছে ‘মান্নাঙ্গত্তি সিন্স ১৯৬০’, ‘ডিয়ার স্টুডেন্টস’, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, ‘রাক্কাইর’, ‘মামুটি’ এবং ‘এমএমএমএন’।

নয়নতারার এই অনুরোধ ও বক্তব্য থেকে স্পষ্ট যে, তার কাছে ‘নয়নতারায়’ নামটি শুধু তার কাজের প্রতিফলন নয়, এটি তার ব্যক্তিত্বেরও পরিচয়। তিনি চান, তার দর্শকরা এবং ভক্তরা তাকে তার প্রকৃত নামেই ডাকুক, যাতে তাদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক তৈরি হয় এবং একে অপরকে সঠিকভাবে বোঝা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট