1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে, জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত তৈয়ব বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ছাবের আহমদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব বাংলাদেশি পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেন। ফেরার পথে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে আসার সময় শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনে পা দিয়ে ফেললে তা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ওসি মো. মাসরুল হক বলেন, “আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে।”

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, “ঘটনাটি শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে আরাকান আর্মির সক্রিয়তা ও পুঁতে রাখা মাইন স্থানীয়দের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট