1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নায়িকা পূজা চেরি বিয়ে নয়, এখন ব্যস্ত সিনেমা নিয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মালয়েশিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এখনই বিয়ে নিয়ে ভাবছেন না।

পূজা চেরি বলেন, ‘বিয়ে করলেই তো সব শেষ। আগে নিজেকে সেটেল করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই, কারণ আমি এখনও সেটেল না। আরও অনেক দূর পাড়ি দিতে হবে, যেতে হবে অনেক দূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আটকে গেলাম।’

সিনেমায় তার যাত্রা সম্পর্কে পূজা চেরি বলেন, ছোটবেলায় আয়নার সামনে সিনেমার ডায়ালগ বলতেন, তখন থেকেই মা-বাবা বুঝতে পেরেছিলেন তিনি কিছু একটা হবেন। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ‘পোড়ামন-২’ তাকে নায়িকা হিসেবে পরিচিতি এনে দেয়।

তিনি বলেন, ‘পোড়ামন-২’ ঘোষণার পর অনেকে সন্দেহ করেছিল, শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আমি পারবো কি না! তখন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বললেন, যেহেতু পোড়ামন-২ একটু দেরি হচ্ছে, তাই ওকে দিয়ে আরেকটা সিনেমা করা যায়— সেটাই ছিল ‘নূর জাহান’।

‘নূর জাহান’-এর প্রিমিয়ার শোতে ভয় ছিল, দর্শক আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করবে কি না! তবে শো শেষে সবাই প্রশংসা করলো, তখন বুঝলাম আমি পেরেছি।’

নায়িকা হিসেবে পূজা চেরির এখন পর্যন্ত ১০-১২টি সিনেমা মুক্তি পেয়েছে, মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নাকফুল’ ও ‘মাসুদ রানা’। এছাড়া, সামনে আরও বড় একটি সারপ্রাইজ আসছে বলে জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পূজা চেরি বলেন, ‘আমি যখন বিদেশে যাই, তখন একজন বাঙালিকে দেখলে মনে হয় আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে, এজন্যই আপনাদের টানে এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সবার আগে দেশকে ভালোবাসতে হবে। কারণ প্রিয় মাতৃভূমির সঙ্গে জড়িয়ে থাকে গভীর আবেগ-অনুভূতি। তাই নিজেদের মর্যাদার জায়গাটাই রেখেই সব কাজ করতে হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট