1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একযোগে তিন বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একযোগে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা আহসান হাবিব, ব্যবসায়ী আ. হেকিম ভূঁইয়া এবং মজিবুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ১৮ থেকে ২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আহসান হাবিবের বাড়ির তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে।

এরপর তারা একই কৌশলে ব্যবসায়ী আ. হেকিম ভূঁইয়ার বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সবশেষে মজিবুল্লাহর বাড়িতে ডাকাতি চালিয়ে চম্পট দেয়।

আহসান হাবিব জানান, ডাকাতরা একতলা ভবনের কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে এবং ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা বাসার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

উল্লেখ্য, এর আগেও আড়াইহাজার এলাকায় এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে তিনটি এবং শুক্রবার রাতে আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট