1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের আলোচনা সভা

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের আলোচনা সভা

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় কলাগাছিয়া ৮নং ওয়ার্ডের চুনাভূড়া হোসাইনিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং দলীয় শৃঙ্খলা ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা। তিনি বলেন, “সবাইকে সাবধান হতে হবে। কোনো ব্যক্তির অপর্কমের দায়ভার দল গ্রহণ করবে না। বিএনপিকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রী মহল বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।”

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যে কেউ দলের নামে অপকর্ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। তিনি বলেন, “বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ধরনের অপকর্ম মেনে নেওয়া হবে না।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন প্রধান, জুয়েল, পান্না, হুমায়ন মোল্লা (বিএনপি নেতা), স্বেচ্ছাসেবক দলের নেতা পাপ্পু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আল আমিন।

সভায় আলোচনার মূল বিষয়বস্তু, বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র মোকাবিলা, দলের নামে কোনো চাঁদাবাজি বা অপকর্ম বরদাশত না করা, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা, ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন ও রাজনীতি পরিচালনা করা।

সভাটি এলাকার নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বক্তারা সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান। বিএনপি ও অঙ্গ সংগঠনের এই উদ্যোগ আগামী দিনগুলোতে সংগঠনকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট