নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ তারা কালো ধোঁয়া উঠতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, “শুক্রবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে আদমজী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, গোডাউনে মজুত বিপুল পরিমাণ ঝুট ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরণের স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত সরঞ্জাম না থাকাও বড় একটি কারণ হতে পারে।
এধরনের ঘটনায় আগাম প্রস্তুতি, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। একইসাথে ঝুট ব্যবসায়ী ও গুদাম মালিকদেরও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।