1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ তারা কালো ধোঁয়া উঠতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, “শুক্রবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে আদমজী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, গোডাউনে মজুত বিপুল পরিমাণ ঝুট ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরণের স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত সরঞ্জাম না থাকাও বড় একটি কারণ হতে পারে।

এধরনের ঘটনায় আগাম প্রস্তুতি, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। একইসাথে ঝুট ব্যবসায়ী ও গুদাম মালিকদেরও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট