নারায়ণগঞ্জের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হয়েছেন। এই ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে। পুলিশ তল্লাশিচৌকিতে একটি মোটরসাইকেল থামানোর সময়, মোটরসাইকেল আরোহী তিনজন—বুয়েট শিক্ষার্থী মুহতাসিম, মেহেদী হাসান খান (২২), এবং অমিত সাহা (২২)—পুলিশের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়, এতে মুহতাসিম মাসুদ ঘটনাস্থলে নিহত হন। এ সময় অন্য দুই শিক্ষার্থী মেহেদী ও অমিত গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল উদ্ধার করেছে। এরপর নিহত শিক্ষার্থীর বাবা সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে তিন অভিযুক্ত—মুবিন আল মামুন, মো. মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী—কে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত পরবর্তীতে ২২ ডিসেম্বর, রোববার, আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এখন পর্যন্ত এই ঘটনায় আরও কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।