1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নারায়ণগঞ্জ সুয়ারেজ প্রকল্প: উন্নয়নের আড়ালে ঝুঁকির ফাঁদ, জননিরাপত্তা কোথায়? - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সুয়ারেজ প্রকল্প: উন্নয়নের আড়ালে ঝুঁকির ফাঁদ, জননিরাপত্তা কোথায়?

হোসেন মনির
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জ সুয়ারেজ প্রকল্প: উন্নয়নের আড়ালে ঝুঁকির ফাঁদ, জননিরাপত্তা কোথায়?

জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ শহরের বুকচীরে চলছে সুয়ারেজ প্রজেক্টের কাজ। যা নারায়ণগঞ্জ শহরের বসবাসকারীদের একটি সভ্য পরিচ্ছন্ন শহরের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে ফুটে উঠেছে।যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঙ্খিত একটি প্রজেক্ট।

আগামীর স্মার্ট নারায়ণগঞ্জ গড়ে তুলে একটি ব্যস্ততম শহরে এই প্রজেক্টের সুসম্পন্নের অভিজ্ঞতা জাপানের জাইকা হয়ত দেশের আরোও অন্যান্য শহরকে গড়ে তুলতে সহায়তার হাত বাড়াতে পারে।

এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে একটি ব্যাস্ততম প্রাচীন ধনী শহরের জলাবদ্ধতা-পয়:নিস্কাশন অর্থাৎ সুয়ারেজ সিস্টেমে একটি স্ট্যান্ডার্ড অবকাঠামো গড়ে তুলতে কেন জাপানি সহায়তা লাগে? নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন স্মার্ট সুয়ারেজ সিস্টেম যে একটি সভ্যতার পরিচয় বহন করে তা বুঝতে পারে না? আর পারলেও কেন অনেক দেরীতে?

সভ্যতার পরিচয়ের ব্যাবহার্য স্থাপনার প্রচলন নারায়ণগঞ্জ শহরের বুকে বড় অভাব!
কেন এত অভাব?
মিল ইন্ডাস্ট্রিজের চাঁদাবাজি -টেন্ডারবাজি-ফুটপাতদখল করে অবৈধ আয়ের বৈধতা দিতে রাজনৈতিক ছদ্মাবরণের প্রতি জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ আনুগত্যতা ভুলিয়ে তুলেছে এই শহরের সভ্যতা প্রমানের প্রয়োজনীয়তা।

জাপানের জাইকা আমাদের লোন দেয় সাহায্য করে আমাদের যেন মানুষ হতে! সভ্যতা শিখতে!
কিন্তু আমরা কি আমাদের স্বভাবে “নিরাপত্তা ও পরিচ্ছন্নতার” প্রয়োজনীয়তার ওপর কখনও সম্মিলিত চেষ্টা করেছি?
জাতিগতভাবে আমাদের যে অভাবগুলো রয়েছে তারমধ্যে অন্যতম হলো,”নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জ্ঞানের অভাব(সেইফটি ও হাউজকিপিং)”।

আজ মাগরিবের সময়ে কালির বাজার সুয়ারেজ প্রকল্পের কাজে এক্সকেভেটর দিয়ে মাটি খোদাই ও মাটি সরানোর কাজ চলছিলো।এই মুভিং ভিহিকেলের এরিয়ায় ছিলনা কোন সেইফটি ব্যারিকেড-সাইনেজ-সিগনাল ম্যান-সেইফটি এলার্ম-সেইফটি সুপারভাইজার এমনকি কোন জাইকার প্রতিনিধি! শুধু ছিলো সাব কন্ট্রাকটরের কিছু প্রতিনিধি।
জননিরাপত্তার বিষয়ে গাফিলতি ও যথাযথ সেইফটি প্রটেকশনের অভাব দেখে,” জাইকার ইঞ্জিনিয়ার আলিফকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমেই জিজ্ঞেস করেন আমার ফোন নাম্বার কোথায় থেকে পেলেন! কবিরা নিরব হতে পারলেও
সাংবাদিকরা নিরব হতে পারেনা তাই জাইকার ইঞ্জিনিয়ারকে নারায়নগঞ্জ শহরের বুকে সুয়ারেজ প্রজেক্টের সকল অসমপন্ন স্থাপনায় যথাযথ ব্যরিকেড,ভিহিকেল সেইফটি এলার্ম,জনসাধারণের চলাচলের নিরাপত্তার জন্য সিগনাল ম্যানের উপস্থিতির ওপর জোর দিতে বললে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যাবস্থা নিবেন বলে জানান।
জাইকার এই সুয়ারেজ প্রকল্পের ইঞ্জনিয়ার ও তার কর্মকর্তাদের প্রকল্প ও জনসাধারণের নিরাপত্তা প্রদানে ‘নিরাপত্তাই প্রথম’এই মহান বাণী ভুলে এত উদাসীনতায়পূর্ণ প্রকল্প পরিচালনা অদক্ষতার প্রশ্ন তুলছে তেমনি রমজান ও ঈদের কেনাকাটা আসন্ন হওয়ায় জননিরাপত্তার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তদারকি আরো জোরদার করা প্রয়োজন বলে সচেতনমহল মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট