বাংলাদেশের নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে, তারা প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছে। গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে, ইংল্যান্ডের মুখোমুখি হয়ে সুপার ওভার শেষে জয় লাভ করে বাংলাদেশের ক্রিকেটাররা। এটি ছিল বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক অর্জন, কারণ বয়সভিত্তিক বা জাতীয় দলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে বাংলাদেশ
ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের জন্য বিশ্বকাপের আগে দারুণ ছন্দ এনে দিয়েছে। এর আগে, বাংলাদেশের নারী দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অবস্থান তৈরি করে। গত ডিসেম্বরে তারা এশিয়া কাপের ফাইনালেও খেলে, যা দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে।
ম্যাচের গল্প
গতকাল কুয়ালালামপুরে, ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে, বাংলাদেশ শেষ ওভারের পঞ্চম বলেই ১১৩ রানে পৌঁছে যায়, তবে হাতে ছিল ১ উইকেট। তখনই ঘটে নাটকীয় ঘটনা, নিশিতা আক্তার নিশি শেষ বলে রানআউট হয়ে যান। খেলাটি চলে সুপার ওভার-এ।
সুপার ওভারে বাংলাদেশের জয়
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ওভারে বাংলাদেশ ১১ রান সংগ্রহ করে, যেখানে সাদিয়া আক্তার ৩ বলে ৮ রান এবং জুয়াইরিয়া ফেরদৌস ৩ বলে ৩ রান করেন। ইংল্যান্ডের হাবিবা আক্তার পিংকি-এর করা ৬ বল থেকে ইংল্যান্ড ৯ রান সংগ্রহ করতে পারে এবং দলটি একটি উইকেটও হারায়।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
আগামীকাল ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড মুখোমুখি হবে সকাল সাড়ে ৮টায়, আর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বেলা সাড়ে ১২টায়। বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের এই ঐতিহাসিক জয় বিশ্বকাপের জন্য দলের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং আগামী ম্যাচগুলোতে তারা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।