1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নারী ওয়ানডে সিরিজ: বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বৈরথ শুরু বৃহস্পতিবার - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

নারী ওয়ানডে সিরিজ: বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বৈরথ শুরু বৃহস্পতিবার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
নারী ওয়ানডে সিরিজ: বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বৈরথ শুরু বৃহস্পতিবার

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলাফলের সঙ্গে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সমীকরণ জড়িত। সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করতে পারলেই সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে শুধু এই সিরিজ নয়, আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজেও ভালো ফলাফল করতে হবে জ্যোতি বাহিনীকে।

গত কয়েক সপ্তাহ ধরে মিরপুরে কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ দল। শনিবার (২৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে তারা। সকালে জিম সেশনের পর মূল মাঠে ফুটবল খেলে গা গরম করেন খেলোয়াড়রা। এরপর নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন চালান। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই প্রস্তুতি সেশনে পুরোপুরি ব্যস্ত সময় কাটে তাদের।

পুরুষ ক্রিকেটের ব্যস্ততা না থাকায় শের-ই-বাংলা স্টেডিয়াম এখন পুরোপুরি নারীদের দখলে। অন্যদিকে, প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসা আয়ারল্যান্ড দলও শনিবার দুপুরে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেশনে অংশ নেয়।

ওয়ানডে সিরিজ শেষ হলে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দল সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এই সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি সিরিজেই জয়ের জন্য স্বাগতিকদের কঠিন পরীক্ষা দিতে হবে।

পুরুষ জাতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। এছাড়া এনসিএলের ষষ্ঠ রাউন্ডের খেলা চলছে সিলেট, বগুড়া ও কক্সবাজারে। এই ফাঁকা সময়টিতে নারীদের অনুশীলনের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের পুরো সুবিধা ব্যবহার করার সুযোগ মিলেছে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ হলেও তাদের প্রস্তুতিতে কোনো কমতি নেই। আসন্ন সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথ সুগম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট