1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নিলয়ের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পড়শীর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
সংগীতশিল্পী সাবরিনা পড়শী

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যে এই খবরের সত্যতা নিশ্চিত হয়েছে।

২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ রিয়েলিটি শো-এর মাধ্যমে পড়শী ও নিলয়ের পরিচয়। একই আসরে অংশগ্রহণ করেছিলেন তারা। সেই থেকে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রেম করার পর পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পড়শীর স্বামী নিলয় ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি যুক্তরাষ্ট্রে পেশাগত জীবনে সফলভাবে কাজ করছেন।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস এখানে অবস্থান করে। এ সময় দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনীয়ভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিয়ের বিষয়টি পড়শী ও নিলয়ের পরিবার এখনো গণমাধ্যমে প্রকাশ্যে আনতে আগ্রহী নয়। পড়শীর মা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি এখনই প্রকাশ করতে চান না নবদম্পতি। তবে জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা ও বিশ্বাসের ভিত্তিতে তাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছেন।

বিয়ে হলেও পড়শী এখনো সংগীত ও অভিনয়ের জগতে ব্যস্ত সময় পার করছেন। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি।

গত বছর ইমরানের সঙ্গে তার ‘কথা একটাই’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক মুক্তি পাবে বলে তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন।

গানের পাশাপাশি পড়শী এখন নাটক প্রযোজনায়ও হাত দিয়েছেন। সম্প্রতি তিনি তার প্রথম নাটক প্রযোজনার কথা জানিয়েছেন। ঈদ উপলক্ষে সেই নাটকটি প্রচারিত হবে।

সাবরিনা পড়শী দেশের সংগীত জগতের জনপ্রিয় মুখ। তার গানের জগতে যাত্রা শুরু হয় ‘ক্ষুদে গানরাজ’-এর মঞ্চ থেকে। এরপর তিনি একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পড়শীর গানের জগতে নিয়মিত স্টেজ শো ও নতুন গান প্রকাশ অব্যাহত রয়েছে।

পড়শী ও নিলয়ের বিয়ে নিয়ে গুঞ্জন চললেও এখনো তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও নবদম্পতির পরিবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করতে অনিচ্ছুক। সংগীত ও নাটক প্রযোজনার মাধ্যমে পড়শী তার ক্যারিয়ারে নতুন নতুন কাজ করে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট