ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি আবারও তার ফ্যাশনের মাধ্যমে আলোচনায়। সম্প্রতি, মেয়ে ইশা আম্বানির প্রতিষ্ঠানের একটি ইভেন্টে হাজির হয়ে শিরোনামে উঠে আসেন তিনি।
এই অনুষ্ঠানে নীতা আম্বানির হাতে থাকা ব্যাগটি ছিল একেবারে আলাদা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘পপকর্ন ব্যাগ’টি সবার নজর কাড়ে। আনন্দবাজার সংবাদমাধ্যম মজা করে একে ‘পপকর্নের ঠোঙা’ নামে অভিহিত করেছে।
ব্যাগটি ফরাসী লাক্সারি ব্র্যান্ড শ্যানেল সম্প্রতি বাজারে এনেছে, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লাখ রুপি। পপকর্ন বাকেটের আদলে তৈরি এই ব্যাগটি সাদা-কালো বাজেটের ওপর গোলাপি রঙে ‘পপ কোকো’ লেখা এবং এর উপরে মুক্তো বসানো হয়েছে। শ্যানেলের ওয়েবসাইট অনুযায়ী, এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের অংশ। মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত বিলাসবহুল।
নীতা আম্বানি ইভেন্টে উপস্থিত ছিলেন ক্রিমরঙা ব্লেজার এবং সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে। তার সাজে ছিল সজীবতা, ওভারসাইজড হুপ ইয়াররিং, ম্যাচিং আংটি, পিচরঙা লিপস্টিক এবং গোলাপি ব্লাশ। তার ঢেউ খেলানো চুলও ছিল ঝরঝরে।
নীতা আম্বানি এবার পাশ্চাত্য ধাঁচে সোজা ও ছিমছাম সাজে একেবারে ‘ফ্ললেস’ লুকের জন্য প্রশংসা পেয়েছেন।