1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

নুসরাত জাহানের ভক্তদের ভালোবাসার অনন্য উদাহরণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
নুসরাত জাহান, টালিউড, টালিউড অভিনেত্রী, সিলেকশন টেস্ট, সিবিএসই পরীক্ষা, নুসরাত জাহানের সিনেমা, আড়ি সিনেমা, যশ দাশগুপ্ত, টালিউড জুটি, তিরুপতি মন্দির, ভক্তদের ভালোবাসা, নুসরাত জাহানের ইনস্টাগ্রাম, টালিউড খবর, টালিউড প্রযোজনা

সামাজিক যোগাযোগমাধ্যমে টালিউড অভিনেত্রী নুসরাত জাহান প্রায়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ব্যক্তিগত জীবন, চেহারা বা পোশাক নিয়ে সমালোচনা কম হয়নি। তবে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় কখনোই ভাটা পড়েনি। ইনস্টাগ্রামে সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হলো সবাই।

সম্প্রতি এক ভক্ত তার সিবিএসই পরীক্ষার প্রস্তুতি শুরু হওয়ায় অনলাইনে কম আসার কথা জানিয়ে নুসরাতের আশীর্বাদ চান। ইনস্টাগ্রামের একটি স্টোরিতে তিনি লেখেন, “নুসরাত দি, আমার সিলেকশন টেস্ট শুরু হয়েছে। আপনার আশীর্বাদ পেলে আমি খুব খুশি হব।”

ভক্তের এই আবেদন নুসরাত জাহানের নজরে এলে তিনি সেই স্টোরি শেয়ার করেন। তার জবাবে তিনি লেখেন, “গুড লাক,” সঙ্গে একটি শুভেচ্ছামূলক স্টিকার যোগ করেন। অভিনেত্রীর এই প্রতিক্রিয়া ভক্তদের মন ছুঁয়ে গেছে।

ভক্তদের সঙ্গে নিয়মিত সংযোগের পাশাপাশি কাজের ক্ষেত্রেও সমান ব্যস্ত নুসরাত। তাকে শেষ দেখা গেছে যশ দাশগুপ্তের সঙ্গে একটি সেন্টিমেন্টাল ছবিতে। এই তারকা জুটি তাদের প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন ছবি ‘আড়ি’ নিয়ে আসছেন। লক্ষ্মী পূজার দিনে এ ছবির ঘোষণা দেন তারা। শুটিংয়ের শুরুতেই তিরুপতি মন্দিরে পূজা দিয়ে নতুন উদ্যোগের জন্য আশীর্বাদ নেন।

ডিসেম্বর মাস থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন এই ছবির মুক্তির জন্য।

নুসরাত জাহানের এই উষ্ণ প্রতিক্রিয়া তার ভক্তদের প্রতি ভালোবাসা এবং তাদের সঙ্গে আন্তরিক সংযোগ বজায় রাখার উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে জনপ্রিয়তার শীর্ষে থেকেও মানুষের সঙ্গে সংযোগ রাখা একজন সত্যিকারের তারকার বিশেষ গুণ।

নুসরাত জাহানের ব্যক্তিগত ও পেশাদার জীবনের ইতিবাচক দিকগুলো ভক্তদের অনুপ্রাণিত করে, আর তার ভালোবাসায় পূর্ণ প্রতিক্রিয়াগুলো অনুরাগীদের সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট