1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

পাঁচ বছর পর মঞ্চে ফিরছেন মাওলানা মিজানুর রহমান আজহারি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মিজানুর রহমান আজহারি

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে।

মাওলানা আজহারি ২০২০ সালের জানুয়ারিতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেই সময় তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি সব ওয়াজ মাহফিল স্থগিত করছেন। তার বক্তব্য ছিল, “পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।”

এই ঘোষণার পর থেকে তিনি ২০২০ সালের পর আর দেশে মাহফিলে অংশ নেননি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর দেশে ফেরেন মাওলানা আজহারি। তবে এক সপ্তাহ দেশে থেকে আবার মালয়েশিয়ায় ফিরে যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে কক্সবাজারের মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নতুন বছরে প্রতিটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার পরিকল্পনাও করেছেন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল (শুক্রবার) কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও যোগ করেন, “প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।”

মাওলানা আজহারি দেশ ছাড়ার আগে ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। একই বছরের আরেক মাহফিলে লক্ষ্মীপুরে ১২ জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনা আরও বিতর্ক সৃষ্টি করে, কারণ পুলিশ ১২ জনকেই আটক করে এবং ভারতে ফেরত পাঠায়।

সেই সময় ধর্ম প্রতিমন্ত্রী তাকে জামাত-সম্পৃক্ত বলে অভিযোগ তোলেন। এছাড়া বিভিন্ন মাহফিলে বাধার সম্মুখীন হওয়ার কথাও জানা যায়। তার আত্মীয়রা জানান, সাম্প্রতিক দুইটি মাহফিলের সময় তিনি নানা জায়গায় বাধা পেয়েছিলেন।

দীর্ঘ বিরতির পর মাওলানা আজহারি দেশের মাহফিলের মঞ্চে ফেরায় তার অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার নতুন দাওয়াতি অভিযাত্রা ইসলামিক চেতনা পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট