1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ

পাওনা টাকা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৬

জুম্মা খান
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
দুই-গ্রামের-সংঘর্ষ
এআই জেনারেটেড প্রতীকী ছবি

কুমিল্লার হোমনা উপজেলায় পাওনা টাকা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. মিজানুর রহমান, মো. জুয়েল, খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান, এবং মো. সাগর। গুরুতর আহত কাতেবুর রহমান ও খাজা আহম্মদকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাশিপুর গ্রামের আবদুর রহমানের সঙ্গে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসার জন্য ওমরাবাদ গ্রামের কিছু লোক কাশিপুর বাজারে এলে কাশিপুর গ্রামের মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে সংঘর্ষে অংশ নিতে আহ্বান জানানো হয়।

এরপর দেশীয় অস্ত্র এবং ইট-পাটকেল নিয়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “পাওনা টাকা নিয়ে দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।”

ইউপি চেয়ারম্যান মো. সাদেক সরকার বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

পাওনা টাকা নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দুই গ্রামের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। এলাকাবাসীর মধ্যে এমন সহিংসতার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসন ও সমাজের নেতৃত্বকে এগিয়ে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট