1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

পাকিস্তানে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব, আম্পায়ারিং করবেন মুকুল ও জেসি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ আসরের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (০৪ এপ্রিল) থেকে পাকিস্তানে। এই পর্বে অংশ নিচ্ছে ছয়টি দল— স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, ও আয়ারল্যান্ড। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড এবং গাদ্দাফি স্টেডিয়াম, লাহোরে। এখান থেকেই নির্ধারিত হবে, কারা পাবে চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট। বাছাই পর্বের সেরা দুটি দল সুযোগ পাবে মূল পর্বে অংশ নেওয়ার।

টুর্নামেন্টকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা ঘোষণা করেছে। মোট ১০ জন আম্পায়ার এবং ৩ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। এই তালিকায় গর্বের সঙ্গে রয়েছে বাংলাদেশি দুই আম্পায়ার— মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। এছাড়াও আম্পায়ার হিসেবে রয়েছেন পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের প্রতিনিধিরা।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনটি দেশের প্রতিনিধি— আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিৎজ (দক্ষিণ আফ্রিকা) এবং ট্রডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)। টুর্নামেন্ট চলাকালীন তারা প্রতিটি ম্যাচে নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করবেন।

নারী ক্রিকেটে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে বাছাই পর্বের এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী দলগুলো এখন পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে বাংলাদেশ নারী দলের প্রতি দেশবাসীর রয়েছে আলাদা প্রত্যাশা। এই টুর্নামেন্ট কেবল বিশ্বকাপে খেলার সুযোগই করে দেবে না, বরং নারী ক্রিকেটের অগ্রগতির পথ আরও সুদৃঢ় করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট