1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পাবনার সাঁথিয়ায় নসিমনে ট্রাকের ধাক্কা: নিহত ৩, আহত ৪

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
পাবনার সাঁথিয়ায় নসিমনে ট্রাকের ধাক্কা

পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি নসিমনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনা শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে ঘটে।

নিহতরা হলেন, খোকন ইসলাম (২৭), ধনী প্রামাণিক (৫০), রাসেল আহমেদ (২৭) আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার ভোরে নসিমনে চড়ে পাশের একটি ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন তারা। যাত্রাপথে সড়কের মাঝখানে নসিমনের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে পড়ে। সমস্যার সমাধানে রাস্তার পাশে দাঁড়িয়ে নসিমনের ইঞ্জিন মেরামতের কাজ চলছিল। এ সময় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, “মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ঘন কুয়াশার কথা উল্লেখ করা হয়েছে। কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম থাকায় ট্রাকচালক নসিমনটি দেখতে পাননি বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট