1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

পূর্বাচল প্লট বরাদ্দ অনিয়ম: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
শেখ হাসিনা

রাজধানীর পূর্বাচল এলাকায় অনিয়মের মাধ্যমে ৬০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়, যা আদালতে দাখিলের প্রক্রিয়াধীন রয়েছে। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের নাম যুক্ত করা হয়েছে।

সরকারের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। তিনি ও তার পরিবারের সদস্যরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নিয়েছেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

চার্জশিটে শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (ব্রিটিশ এমপি), ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক।

এছাড়া, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তাও চার্জশিটভুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন— সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব প্লট বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

দুদক গত বছরের ২২ ডিসেম্বর শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করে। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়।

প্রায় দেড় দশক দেশ শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

দুদকের অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এ সংক্রান্ত মামলাগুলো দ্রুতই আদালতে গড়ানোর সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট