1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত

প্রতারণা মামলায় যশোরের সাবেক মেয়রের দেড় বছরের সশ্রম কারাদণ্ড

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
যশোরের সাবেক মেয়র হায়দার গণি খান পলাশ

যশোরের সাবেক পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশকে প্রতারণার মামলায় দেড় বছর সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাঁকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল ২০২৫), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে জানানো হয়, আসামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

সাজাপ্রাপ্ত হায়দার গণি খান পলাশ যশোর শহরের ঘোপ পিলুখান সড়কের বাসিন্দা। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৪ সালের শেষ দিকে, তিনি উপশহর এফ-ব্লকের ৮৩/১ নম্বর বাড়ির ২.৯৩ শতক জমি বিক্রির ইচ্ছা প্রকাশ করেন। ওই এলাকারই ১১১ নম্বর বাড়ির মালিক আমজাদ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন জমিটি কিনতে আগ্রহী হন।

সুফিয়া খাতুন জমিটি সাড়ে ৪ লাখ টাকায় কিনতে রাজি হন এবং ২০০৪ সালের ৯ অক্টোবর ৬০ হাজার টাকা বায়না দেন। পরে তিনি বাকি ৩ লাখ ৯০ হাজার টাকাও পরিশোধ করেন। যদিও হায়দার পলাশ নোটারি এফিডেভিট করে দেন, তিনি জমিটি রেজিস্ট্রি করে দেননি।

২০০৫ সালের ১৪ মার্চ, হায়দার গণি খান পলাশ একটি আমমোক্তারনামা করে সুফিয়া খাতুনকে জমির দখল দেন। সুফিয়া খাতুন এরপর জমিতে বাড়ি ও দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া শুরু করেন। কিন্তু কিছুদিন পর হায়দার পলাশ ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ভাড়া আদায় শুরু করেন।

২০১৬ সালের ৮ জানুয়ারি এক সালিশে তিনি স্পষ্ট জানান, তিনি জমির দখল ছাড়বেন না। এর পরিপ্রেক্ষিতে সুফিয়া খাতুন ২০১৬ সালের ২৮ জানুয়ারি প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য ও শুনানির পর আদালত আসামির বিরুদ্ধে প্রতারণা প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন। তবে সাজাপ্রাপ্ত হায়দার গণি খান পলাশ বর্তমানে পলাতক রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট