1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ফরিদপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউপি সদস্যসহ ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুরে 'ডেভিল হান্ট' অভিযানে ইউপি সদস্যসহ ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর জেলা পুলিশ আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রবিবার বিকেল ও রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আকরামুজ্জামান কুয়েতী আকরাম (৬৫) – আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, মো. শামীম মোল্যা (৫৫) – বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, মো. আনোয়ার হোসেন (৫০) – বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোকাদ্দেস খান (৪৫) – সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় সাবেক সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের সমর্থক, মো. মনিরুজ্জামান (৩২) – মধুখালী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী, শাকিল আহম্মেদ (৩৮) – আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

জেলা পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ সংশ্লিষ্ট থানার বিভিন্ন মামলা রয়েছে। ফরিদপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় বোয়ালমারী ও আলফাডাঙ্গার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর জেলায় ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর আওতায় বিস্ফোরক মামলা ও সহিংসতার ঘটনায় অভিযুক্তদের ধরতে যৌথবাহিনী কাজ করছে।

এখনও জেলার বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রয়েছে, এবং পুলিশ জানিয়েছে যে, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট