1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বন্দরে সক্রিয় ওসমানদের দোসর সাদ্দাম ও খোকা - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

বন্দরে সক্রিয় ওসমানদের দোসর সাদ্দাম ও খোকা

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ওসমানদের দোসর সাদ্দাম ও খোকা

স্বৈরাচার শেখ হাসিনার পতনের সাত মাস অতিবাহিত হলেও বন্দরে এখনও তাদের দোসর যুবলীগ নেতা সাদ্দাম ও ছাত্রলীগ নেতা সজিব হোসেন খোকা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তাদেরকে আগের মতই অনেকটা প্রভাব খাটাতেও দেখা যাচ্ছে। এলাকায় ড্রেজার ব্যবসা থেকে শুরু করে এখনও নিয়মিত চাঁদাবাজি ও নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে।

জানা গেছে, জুলাই-আগস্টে যারা সরাসরি ছাত্র আন্দোলনের বিরোধীতা করেছিলো, তাদের ওপর হামলা এবং তাদের বাড়ীঘরে গিয়ে অভিভাবকদের ভয়ভীতি দেখিয়েছিলো তাদের মধ্যে অন্যতম যুবলীগ নেতা সাদ্দাম ও ছাত্রলীগ নেতা সজিব হোসেন খোকা। তারা ৫ আগস্টের পর রাতারাতি বনে গেছে বিএনপি নেতা। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধীতা করাসহ রয়েছে নানা অভিযোগ।

স্থানীয়দের সূত্রে আরও জানাযায়, সাবেক সাংসদ সেলিম ওসমান, আজমেরী ওসমান, নাসিক মেয়র আইভি, শাহ নিজাম ও সাফায়েত আলম সানির সাথে সুসম্পর্ক থাকার কারণে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা চৌরাস্তা, মাধবপাশা ও

সাবদী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। বহু নিরিহ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, মারধর ও এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করা ছিলো তাদের নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে তার জীবনে নেমে আসতো প্রলয়। হামলা ও মামলার শিকার হয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হতো। ওসমানদের পতনেও তার জীবনে একচুল পরিমান প্রভাব পড়তে দেখা যায়নি। কোন এক রহস্যজনক কারণে তিনি এখনও এলাকায় বহাল তবিয়তে থেকে তার অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন সমানতালে।

সূত্র বলছে, ৫ আগস্টে শেখ হাসিনার সাথে সাথে ওসমানদের পতন হলে তিনি রাতারাতি খোলসপাল্টে চলে যান স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার শেল্টারে। বর্তমানে তিনি ওইসব বিএনপি নেতাদের শেল্টারেই এলাকায় বহাল থেকে আগের মতই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা ওসমানদের দোসরদের আশ্রয় প্রশ্রয় বা শেল্টার দিচ্ছেন তারা মূলত বিএনপির কেউ না। এদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।

তারা আরও বলেন, ছাত্র-জনতার ওপর যারা হামলা চালিয়েছিলো বা ওই সময়ে যারা এর বিরোধীতা করেছিলো মামলা থেকে এমন অনেক দোসরদের নামই বাদ পড়েছে। এতে আমরা সত্যিই হতাশ হয়েছি। আমরা সাদ্দাম ও ছাত্রলীগ নেতা সজিব হোসেন খোকার মত দোসরদের নাম দ্রুত মামলায় অন্তভুক্ত করার জন্য বন্দর থানার ওসি এবং জেলা পুলিশ সুপারদের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট