1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

বন্য হাতির আক্রমণে বান্দরবানের লামায় শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
বন্য হাতি

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু কক্সবাজার জেলার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লামার সরইয়ের ইছহাক মেম্বারপাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর ৪টার দিকে গহিন পাহাড় থেকে খাবারের খোঁজে একটি বন্য হাতির দল সরই ইউনিয়নে এসে পৌঁছায়। হাতির দল এক খামারঘরে ঢুকে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা কালু তাদের আক্রমণের শিকার হন। হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে কালুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানিয়েছেন, “হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।”

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, “হাতির আক্রমণে কালুর মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে বন্য হাতির দল খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করছে। গতকালও হাতির দল খাবারের খোঁজে সরই ইউনিয়নে এসেছিল, যা ক্ষতিকর পরিণতি বয়ে আনলো।

বন্য হাতির আক্রমণ বরাবরই মানুষের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যখন পাহাড়ে খাদ্যের অভাব দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সাহায্য প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট