1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডের ১০ ক্যাটাগরির পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।

নিয়োগযোগ্য পদের বিবরণ

১. ক্রয় কর্মকর্তা

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান/স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি। শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৩.৫ (৫-এর স্কেলে) অথবা জিপিএ ৩.০ (৪-এর স্কেলে)। কম্পিউটারে দক্ষতা।
  • বেতন স্কেল: ২০,৪৮০ȁ৪৯,৪৪০ টাকা (গ্রেডȁ৬)।

২. উপসহকারী প্রকৌশলী (উৎপাদন)

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পাস। এসএসসিতে প্রথম বিভাগ বা জিপিএ ৩.৫ এবং ডিপ্লোমায় সিজিপিএ ৩.০। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন স্কেল: ২০,৪৮০ȁ৪৯,৪৪০ টাকা (গ্রেডȁ৬)।

৩. উপসহকারী প্রকৌশলী (আইটি সেট)

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিকস/কম্পিউটার)। নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কম্পিউটার রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ২০,৪৮০ȁ৪৯,৪৪০ টাকা (গ্রেডȁ৬)।

৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল)। কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • বেতন স্কেল: ২০,৪৮০ȁ৪৯,৪৪০ টাকা (গ্রেডȁ৬)।

৫. ভান্ডার সহকারী

  • পদসংখ্যা: ২
  • যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ ৩.০ (৫-এর স্কেলে)। কম্পিউটারে দক্ষতা।
  • বেতন স্কেল: ১১,৭০০ȁ২৮,২৯০ টাকা (গ্রেডȁ১৩)।

৬. প্রকর্মী (ক্যাবল টেস্টিং/ল্যাব)

  • পদসংখ্যা: ২
  • যোগ্যতা: এসএসসি ভোকেশনাল বা এইচএসসি পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১১,৭০০ȁ২৮,২৯০ টাকা (গ্রেডȁ১৩)।

৭. মেশিন অপারেটর

  • পদসংখ্যা: ৫
  • যোগ্যতা: এসএসসি ভোকেশনাল বা এইচএসসি। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১১,৭০০ȁ২৮,২৯০ টাকা (গ্রেডȁ১৩)।

৮. জেনারেটর অপারেটর

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: এসএসসি ভোকেশনাল বা এইচএসসি। মোটর গ্যারেজে পাঁচ বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১১,৭০০ȁ২৮,২৯০ টাকা (গ্রেডȁ১৩)।

৯. প্রকর্মী (মোটর গ্যারেজ)

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: এসএসসি ভোকেশনাল। মোটর গাড়ি মেরামতে পাঁচ বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১১,৪৪০ȁ২৭,৬৯০ টাকা (গ্রেডȁ১৪)।

১০. সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ)

  • পদসংখ্যা: ৮
  • যোগ্যতা: এসএসসি ভোকেশনাল বা সমমান। এক বছরের অভিজ্ঞতা।
  • বেতন স্কেল: ১০,৭৩০ȁ২৫,৫৯০ টাকা (গ্রেডȁ১৬)।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে—

  • শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত কপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ।
  • অভিজ্ঞতার সনদ।
  • নাগরিকত্ব সনদ।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের চারটি রঙিন ছবি।

আবেদনের ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, ডাকঘরȁসোনালী জুট মিলস, খুলনাȁ৯২০৬।

আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫।

আবেদন ফি

  • গ্রেড ১-৪ নম্বর পদের জন্য: ২০০ টাকা।
  • গ্রেড ৫-১০ নম্বর পদের জন্য: ৫০ টাকা।

আবেদন ফি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা-এর অনুকূলে শিডিউল ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে। মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বয়সসীমা

২০ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেশের দক্ষ জনবলকে একটি নিরাপদ কর্মসংস্থানের সুযোগ এনে দেবে। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট